বৃহস্পতিবার, ০৭:০০ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখ্যান করে একযোগে ১৫ নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সাধারণ সদস্য রয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ রোডের স্থানীয় একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা সম্মিলিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগী নেতারা অভিযোগ করেন, সদ্যঘোষিত কমিটির উপজেলা প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য ও আদর্শিক নন এবং সামাজিকভাবেও তিনি অগ্রহণযোগ্য। এ ধরনের নেতার নেতৃত্বে কাজ করা সম্ভব নয়। তাই আত্মবিশ্লেষণমূলক আলোচনার পর আমরা সম্মিলিতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

পদত্যাগী যুগ্ম সমন্বয়কারীরা হলেন মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। এছাড়া সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত। তারা পৃথকভাবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেই সঙ্গে উপজেলা কমিটি প্রত্যাখ্যান এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্যসংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে অনুমোদিত হয় শেরপুর জেলার নকলা উপজেলা এনসিপির ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি। এতে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করা হয় এবং ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২১ জনকে সদস্য রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com