ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শীর্ষ তিনটি পদসহ মোট ২৮টি পদের ২৩টিতেই জয়লাভ করেছে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ৭ হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনের আলোচিত মুখ সানজিদা আহমেদ তন্বি ১১ হাজার ৭৭৮ ভোট পান। সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী ৭ হাজার ৬০৮ ভোট পেয়ে জয়ী হন। এছাড়া সদস্য পদে ৪৯০৮ ভোট পেয়ে হেমা চাকমা ও ৪২০৯ ভোট পেয়ে উম্মে উসওয়াতুন রাফিয়া নির্বাচিত হয়েছেন।