জাপানে একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে দেশটির ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। জাপানের সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় কেউ হতাহতের শিকার হয়নি। পাইলট দুর্ঘটনার আগে ইজেক্ট করে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স।