রবিবার, ০৫:১৬ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কেমন একাদশ নিয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছে পাকিস্তান। ওমানকে উড়িয়ে দিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে। তবে আজ তাদের ভারত পরীক্ষা। আজ জিতলে গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত হয়ে যাবে তাদের।

তবে তার চেয়ে বড় বিষয়, পাকিস্তান শেষ পাঁচ ম্যাচে ভারতকে হারাতে পারেনি। আজ জিতলে সে খরাও কাটাতে পারে সালমান আলী আঘার দল।

এই ম্যাচে পাকিস্তান দল তাদের একাদশে একটি পরিবর্তন আনতে পারে। ওমানের বিপক্ষে ম্যাচে পাকিস্তান নেমেছিল হারিস রউফকে ছাড়াই। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে তিনি দলে ফিরে আসতে পারেন।

তবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আছে একটু দ্বিধায়। ওমান ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম দুজনেই বেশ ভালো পারফর্ম করেছেন। তার ওপর দুবাইয়ের উইকেটও বেশ ধীরগতির।

যদিও ভারতের মিডল অর্ডার স্পিনের মোকাবিলা করে বেশ দক্ষ হাতে। তার ওপর রান দিলেও শেষ দুই বছরে স্পিনারদের চেয়ে পেসাররাই উইকেট তুলে নিয়েছেন বেশি। এই সময় এখানে ৪৪১ উইকেটের ২৭৭টিই পেসাররা দখল করেছেন।

এতসব সমীকরণ মাথায় রেখে হয়তো মুকিমকে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। কারণ এই দলে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুবদের উপস্থিতি আছে, যারা স্পিনটা মন্দ করেন না।

এই এক হারিস রউফ বাদে একাদশে আর পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। বাকি দল থাকতে পারে আগের ম্যাচের মতোই।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com