যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কেউ সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে—এমন সতর্কতা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, “ভিসার শর্ত লঙ্ঘন গুরুতর অপরাধ। মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করলে ভবিষ্যতে নতুন করে ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ফৌজদারি মামলাও হতে পারে।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, “কনস্যুলার অফিসাররা প্রতিটি আবেদনকারীর অভিবাসন ইতিহাস পর্যালোচনা করেন। অতীতের যেকোনো লঙ্ঘনের রেকর্ড তাদের দৃষ্টিগোচর হয়। সুতরাং ভুলবশত ভিসার শর্ত ভঙ্গ করার সুযোগ নেই—এটি আবেদনকারীর ব্যক্তিগত দায়বদ্ধতার অংশ।”
সতর্কবার্তায় একটি গ্রাফিকও সংযুক্ত করা হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়, যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে ভবিষ্যতের ভিসা আবেদন স্থায়ীভাবে বাতিল হতে পারে।
মার্কিন দূতাবাসের এই বার্তাটি মূলত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে দেওয়া হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের পরিকল্পনা করছেন। সতর্কতার মাধ্যমে কর্তৃপক্ষ ভিসার শর্ত মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেছে।