এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব হওয়ার ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা বলেন, আমি নিজেই আপনাদের ডাকতাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আপনারা যখন এসেই পড়েছেন সেটি আপনাদের জানায়।
তিনি বলেন, আমরা মাইলস্টোন কলেজ পরিদর্শন শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাই। সেখান থেকে আমরা বার্ন ইউনিটে যাই। সেখানে দেখলাম যতটুকু সম্ভব তারা সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন। রাত দশটা পর্যন্ত সেখানেই ছিলাম।
শিক্ষা উপদেষ্টা বলেন, যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টি সামনে আসলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক, আবার কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা পেছানো হোক। সেই প্রক্রিয়ায় প্রসেসের মাধ্যমে আমাদের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও কথা হয়। এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না। হুট করে নেওয়ার এখতিয়ারও কারও নেই এককভাবে।
তিনি আরও বলেন, অনেকের মধ্যেই হয়তো একটা ধারণা হয়েছে, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারতো। এই ধারণাটা একেবারেই সঠিক না। প্রসেস ফলো করেই পরীক্ষা পেছানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, তার পদত্যাগের কোনো ইচ্ছে নেই। তবে নিয়োগকর্তা চাইলে চলে যাবো।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি অবগত নন। এইচএসসি পরীক্ষার পরবর্তী তারিখগুলো পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।