ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে ৬০ জন নিহতের কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেকে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার দেশটি কুত শহরের একটি শপিংমলে আগুনে এই হতাহতের ঘটনা ঘটেছে। শুরুতে ৫০ জন হতাহতের কথা নিশ্চিত করা হয়েছিল। পরবর্তীতে জানানো হয় অন্তত ৬০ জন নিহত হয়েছেন এই অগ্নিকাণ্ডে।
শহরের একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আমরা ৫৯ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ’
ওয়াসজিদ প্রদেশের গভর্নর আল মায়াহি বলেন, একটি রেস্টুরেন্ট ও শপিংমলে আগুন লাগে। দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। তদন্ত প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে জমার নির্দেশ দেওয়া হয়েছে।