ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।আদালত জানিয়েছেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে তাদের এখতিয়ার আছে এবং ইসরায়েলের দাবি প্রত্যাখ্যানযোগ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গাজায় গণহত্যার যুদ্ধ বিষয়ে আইসিসির বিচারের এখতিয়ার করে সম্প্রতি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের অনুরোধ করে ইসরাএয়ল। গত ৯ জুলাই আইসিসির বিচারকরা এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানান যা গতকাল বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়।
ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে আদালতের বৃহত্তর তদন্ত স্থগিত করার জন্য ইসরায়েলি অনুরোধও প্রত্যাখ্যান করেছেন বিচারকরা।
গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসির বিচারকরা।