বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নৈরাজ্য দমনে সরকারের নিস্কিয়তার জবাব পেতে এবং পুরান ঢাকায় নৃশংস সোহাগ হত্যা, খুলনায় যুবদল নেতা মাহাবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যাসহ দেশব্যাপী সকল হত্যার বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান গেট থেকে বের হয়ে মিছিলটি গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে। মিছিলের অগ্রভাগে থেকে মিছিলটির নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
মিছিল শেষে কলেজ গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায় মোঃ সরোয়ার হোসেন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের সদস্য মোঃ ফুয়াদ হোসেন এ্যানী, পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ কামরুল হাসান জয়, সদস্য সচিব মোঃ আল আমিন, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাধারন সম্পাদক মোঃ মুন্না খান প্রমুখ।