গোপালগঞ্জের যে স্থানে সমাবেশ করেছে এনসিপি সেই পৌর পার্কের সমাবেশস্থালে ভাঙচুরের পর মঞ্চে লাগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার পর সমাবেশ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালের দিকে সমাবেশ মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
প্রায় আধাঘণ্টার সেই সমাবেশ শেষে বেরিয়ে যাওয়া পথে হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। সেই সময় মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সাথে সমাবেশ স্থলের চেয়ার ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।