সোমবার, ০১:৫৭ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

লন্ডনে উড্ডয়নের পরই উড়োজাহাজ বিধ্বস্ত, সব ফ্লাইট বাতিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪ বার পঠিত

দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরই একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ সময় ওই উড়োজাহাজ আগুনে পুড়ে গেছে বলে জানায় এসেক্স পুলিশ। এ ঘটনার জেরে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বাতিল করা হয়েছে শিডিউলে থাকা সব ফ্লাইট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি; কিন্তু ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান। সম্ভব হলে মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলেছেন তারা। একই সঙ্গে সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল-সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি এসেক্স পুলিশ। এমনকি দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও জানা যায়নি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল- তাও জানা যায়নি।

তবে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ, জরুরি পরিষেবা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পূর্ব ঘোষিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।

পরবর্তী নোটিশ আসার আগ পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলেও বার্তায় জানায় সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ।

এদিকে দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, ‘সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে-এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com