ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনে নিহত হলেন আমেরিকান নাগরিক সাইফুল্লাহ মুসাল্লেত। পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার উত্তরে সিনজিল শহরে শুক্রবার (১১ জুলাই) তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লেতের পরিবার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন, ‘তিনি একেবারেই নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
ঘটনাস্থলে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ শালাবিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা অবগত। তবে পরিবারকে সম্মান জানিয়ে আমরা আপাতত বিস্তারিত মন্তব্য করছি না।’
স্থানীয়দের অভিযোগ, এমন হামলার সময় ইসরায়েলি সেনারা বেশির ভাগ ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের রক্ষা করে। এ ছাড়া ফিলিস্তিনিরা প্রতিরোধ করলে তাদের ওপরই গুলি চালানো হয়।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার উপকরণ হিসেবে বিবেচনা করে।
সাইফুল্লাহ মুসাল্লেতের পরিবারের সদস্যরা এবং মানবাধিকারকর্মীরা মার্কিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন।