পশ্চিমাঞ্চলীয় বন্দর হুদায়দা, রাস ইসা এবং সাইফ সহ তিনটি ইয়েমেনি বন্দরে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।
দেশটির সেনাবাহিনী বিমান হামলার সতর্কতা জারি করে ওই এলাকার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা চালানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন যে হুথি-নিয়ন্ত্রিত স্থানে হামলার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বাণিজ্যিক জাহাজ গ্যালাক্সি লিডার অন্তর্ভুক্ত ছিল।
দুই বছর আগে বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক ছিনতাই করা জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল।
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে যে হুদায়দাহে হামলা হয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আর কোনও বিবরণ দেওয়া হয়নি।
কাৎজ বলেন, ‘এই হামলাগুলি “অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ”-এর অংশ।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, হুথিদের তাদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে।