মঙ্গলবার, ০৪:৪৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আবারও প্রেমের টানে পাকিস্তানে মার্কিন সুন্দরী, অতঃপর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪ বার পঠিত

পাকিস্তানি এক তরুণের প্রেমে পড়েছেন মার্কিন নারী। শুধু তাই নয়, ওই তরুণকে বিয়ে করতে তিনি পাকিস্তানেও পাড়ি জমিয়েছেন। ইসলামি নিয়ম-কানুন ও স্থানীয় রীতি অনুযায়ী আজ মঙ্গলবার তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তানি ওই তরুণের নাম সাজিদ জেব খান। তিনি খাইবার পাখতুনখোয়ার আপার দির জেলার বাসিন্দা।

খবরে বলা হয়, আমেরিকান নারী মিন্ডির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাজিদের। সম্প্রতি মিন্ডি পাকিস্তান যান। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিন্ডিকে স্বাগত জানান সাজিদ। সেখান থেকে তারা একসঙ্গে আপার দিরের উশেরি দারা এলাকায় যান। মিন্ডি একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাস করেন। এ সময় দিরের স্থানীয় জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাজিদ জানান, দুই বছর আগে তাদের ফেসবুকে পরিচয় হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠার পর মিন্ডি তাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি প্রস্তাব গ্রহণ করেন এবং দুজনই নিজেদের পরিবারের সদস্যদের মতামত নিয়ে বিয়ের সিদ্ধান্ত সম্পর্কে জানান।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার ইসলামি নিয়ম-কানুন এবং স্থানীয় রীতিনীতির আলোকে তাদের বিয়ে সম্পন্ন হবে।

এদিকে সাজিদের বাড়ি থেকে এক ভিডিওবার্তায় মিন্ডি বলেছেন, আমার নাম মিন্ডি, আমি আমেরিকা থেকে এসেছি। আমি প্রথমবারের মতো পাকিস্তানে এসেছি। এটি একটি খুব সুন্দর ও শান্তিপূর্ণ দেশ। আমি এসেছি সাজিদ খানের জন্য এবং আমরা শিগগিরই বিয়ে করার পরিকল্পনা করছি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে বিদেশি নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের কারণে পাকিস্তান সফর করেছেন এবং প্রেমিককে বিয়ে করেছেন।

গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক মার্কিন নারীর।  বিয়ের প্রতিশ্রুতি পেয়ে তিনি নিউইয়র্ক থেকে করাচিতে আসেন।  তবে পারিবারিক চাপে তরুণ তার প্রতিশ্রুতি থেকে সরে এলে বিপদে পড়েন ওই নারী।  একপর্যায়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিজ দেশে ফিরতে না পেরে পাকিস্তানে আটকে পড়েন তিনি।

৩৩ বছর বয়সি মার্কিন নাগরিক অনিজাহ অ্যান্ড্রু রবার্টসনের সঙ্গে ১৯ বছর বয়সী পাকিস্তানি তরুণ নিদাল আহমেদ মেননের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  গেল বছরের ১১ অক্টোবর তিনি পর্যটক ভিসায় পাকিস্তানে এসেছিলেন, যা ৩০ দিনের জন্য বৈধ ছিল।  তবে পাকিস্তানে সেই তরুণের সঙ্গে বেশি সময় কাটাতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে তিনি পাকিস্তানে আটকে পড়েন।

২০২৩ সালের জুনে ৪৯ বছর বয়সি মেক্সিকান নারী পাকিস্তানে এসেছিলেন ১৮ বছর বয়সী ইজাজ আলীকে বিয়ে করতে। তদের সম্পর্ক গড়ে ওঠে ফেসবুকের মাধ্যমে।  সে নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখেন আয়েশা বিবি। তারপর তারা একটি ঐতিহ্যবাহী পশতুন অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের পর আয়েশা মেক্সিকোতে ফিরে যান এবং ইজাজ তার পরীক্ষা শেষ করার পর মেক্সিকো যাওয়ার পরিকল্পনা করেন।

একইভাবে, ২০১৮ সালের নভেম্বরে হেলেনা নামের একজন আমেরিকান নারী শিয়ালকোটের ২১ বছর বয়সী কাশিফকে বিয়ে করতে পাকিস্তানে যান। অনলাইনের মাধ্যমে প্রথমে তাদের বন্ধুত্ব এবং পরে প্রেম হয়।  সে সময়ে বিভিন্ন সংবাদে জানানো হয়েছিল, বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান হেলেনা।

ভারতের উত্তরপ্রদেশের ৩৫ বছর বয়সী অঞ্জুর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২৯ বছর বয়সী পাকিস্তানি যুবক নাসরুল্লাহর। ২০২৩ সালে জুলাইয়ে এই ভারতীয় নারী পাকিস্তানে চলে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন ফাতিমা। এরপর তারা স্থানীয় একটি আদালতে বিয়ে সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com