শুক্রবার, ০১:১৬ পূর্বাহ্ন, ১৬ মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পঠিত

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় সোমবার দুপুরে একটি স্থানীয় শান্তি কমিটির অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি এটি আত্মঘাতী হামলা ছিল নাকি রিমোট কন্ট্রোলড বিস্ফোরণ। শাকাই তহসিল শান্তি কমিটির একটি বৈঠক চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে সভাপতিত্ব করছিলেন কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান।

স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান খান এএফপিকে জানান, স্থানীয় এক উপজাতীয় প্রবীণ সাইফুর রহমান তার অতিথিশালায় একটি জিরগা (সভা) করছিলেন, তখনই হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। বিস্ফোরণের ধরণ এখনো স্পষ্ট নয়।

আহতদের মধ্যে শান্তি কমিটির সদস্যরাও রয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে ওয়ানার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানিয়েছে, সাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে এবং তদন্তকারীরা প্রমাণ সংগ্রহে ব্যস্ত। বিস্ফোরণটি আত্মঘাতী ছিল নাকি দূরনিয়ন্ত্রিত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দোষীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে।

মালিক নূর ইসলাম নামে স্থানীয় এক প্রবীণ বলেন, আমরা অনেক ত্যাগ স্বীকার করে এই এলাকায় শান্তি ফিরিয়ে এনেছি। এ ধরনের ঘটনা আমাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই এসব শান্তি কমিটিকে সহায়তা দিয়ে আসছে। এসব কমিটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের এলাকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর অনেক কমিটি ভেঙে দেওয়া হলেও, শাকাই শান্তি কমিটি এখনো সক্রিয় ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com