পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়েছেন যে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হতে পারে।ব্রিটেনের স্কাই নিউজকে আসিফ বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনীকে ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’ থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম শহরে বন্দুকধারীর গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত বলেছে যে এই হামলাটি পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা চালিয়েছে, অন্যদিকে ইসলামাবাদ দায় অস্বীকার করেছে।
এরপর গতকাল শুক্রবার ভারত এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর আসিফ বলেছেন, ‘ভারতের নেয়া যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাব করবে পাকিস্তান।’ তিনি বলেছেন, ‘সর্বাত্মক আক্রমণের ক্ষেত্রে … অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।’ তবে তিনি আশা আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা যেতে পারে বলেও আশা প্রকাশ করেছেন।
আসিফ ইঙ্গিত দিয়েছেন, ভারত কোনও প্রমাণ ছাড়াই ‘সাজানো’ অভিযানে গুলি চালানোর ঘটনা ‘মঞ্চস্থ’ করেছে।
অন্যদিকে হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িত করার ভারতীয় প্রচেষ্টার প্রতিক্রিয়ায় পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সকল ধরণের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে।
সিনেটে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থি। আইনপ্রণেতারা বলেছেন, তারা ২২ এপ্রিলের হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার সমস্ত ‘অযৌক্তিক এবং ভিত্তিহীন দাবি’ প্রত্যাখ্যান করছেন। প্রস্তাবে সিন্ধু জলবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার ভারতীয় সিদ্ধান্তকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলেও অভিহিত করা হয়েছে।