সোমবার, ০৬:১৬ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

স্ত্রীর গলা কেটে শ্বশুরকে ফোন দিলেন স্বামী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নাদিরা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ভাড়া বাসায় গলা কেটে হত্যার পর ফোন করে শ্বশুরকে ঘটনাটি জানিয়েছেনও পলাতক স্বামী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া আনন্দবাজার এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে, হত্যার পর ঘর তালাবদ্ধ রেখে বেলা ১১টার দিকে শ্বশুরকে ফোন করা পরই পালিয়ে যান অভিযুক্ত স্বামী।

নিহত নাদিরা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা মাইজহাটি গ্রামের মো. আমিনুল ইসলামের স্ত্রী। তাঁরা শ্রীপুরে ভাড়া বাড়িতে থেকে কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ৫ বছরের বেশী সময় ধরে স্বামীসহ ওই বাসায় ভাড়ায় থাকতেন নাদিরা। নাদিরার ছোট ভাই রাজিব মিয়াও এই ভবনের দোতলায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি কর্মস্থলে যান এবং তখন বোনের ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। বেলা ১১টার কিছু সময় পর তার বাবা ফোন করে ঘটনাটি জানান। পরে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন বোনের ঘর তালাবদ্ধ। এরপর তালা ভেঙে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িওয়ালাকে জানান। নাদিরাকে বিয়ে করার আগেও আমিনুল আরেকটা বিয়ে করে। সেই বউকেও হত্যার পর জেল খেটেছে। বিয়ের পর বিষয়টি জানতে পারে নাদিরার পরিবার। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

নাদিরার বাবা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বেলা ১১টার দিকে মেয়ের জামাই আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলে, আপনার মেয়েকে মেরে ফেলছি। এখানে এসে লাশ নিয়ে যান। এই কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আমি কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে মেয়ের নম্বরে ফোন করলে তা-ও বন্ধ পাওয়া যায়।’

বাড়ির মালিক কামরুজ্জামান বলেন,’খবর পেয়ে সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে অবহিত করা হয়। তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু আমাদেরকে কিছুই বলতো না।’

মাওনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা, ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল দা জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com