ভারতের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ চলছেই।দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ এলাকায় এই বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এই সহিংসতার জেরে গ্রেপ্তার হয়েছে ১৫০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওয়াকফ বিলটি আইনে পরিণত হওয়ার পর মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জ ও জঙ্গিপুর এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
কলকাতা হাইকোর্টের আদেশে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে।
প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দাঙ্গার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আইন কেন্দ্রীয় নরকার করেছে, প্রাদেশিক সরকার নয়। আর তার দল তৃণমূল কংগ্রেস পার্টি এই সংশোধনকে সমর্থন করে না।
পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যে ধর্মীয় দাঙ্গা শুরু হয়েছে। অন্তত ৪০০ হিন্দু ঘর ছেড়ে পালিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কারণেই ধর্মীয় সহিংসতা বাড়ছে।