ভারতের মতো করে বাংলাদেশকে নিয়ে কেউ চিন্তা করে না বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।গতকাল বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের ভালো চায়। ভারতই সবচেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল চায়। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন ‘আমাদের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে যে ঐতিহাসিকভাবেই আমাদের সম্পর্ক অনন্য। দুই দেশের জনগণের মধ্যকার একটা সম্পর্ক রয়েছে। আমাদের এই বিষয়টিই মাথায় রাখা উচিত।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত বাংলাদেশের মানুষের মধ্য থেকে ভারতবিরোধী যেসব বার্তা আসছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। আর বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি।’
জয়শঙ্কর বলেন, ‘দেশ হিসেবে ভারত সবসময়ই সবচেয়ে বাংলাদেশের ভালো চায়। এটি আমাদের ডিএনএ’র মধ্যে রয়েছে। আমরা বন্ধু হিসেবে আশা করি আমরা সঠিক পথেই থাকবো।’