ডোমিনিকান রিপাবলিকের নাইটক্লাব ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৪ জনে পৌঁছেছে। গতকাল বুধবার রাতে উদ্ধারকর্মীরা এ খবর জানায়।
ইমারজেন্সি অপারেশন সেন্টার (সিওই)-এর প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের উদ্ধৃতি দিয়ে সান্তো ডোমিংগো থেকে জানায়, এখন পর্যন্ত ১৮৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বুধবার সকালের গণনাকৃত সংখ্যা থেকে নিহতের সংখ্যা ৬০ জন বেড়েছে।
গত মঙ্গলবার ভোরে জেট সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্টে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে আটকাপড়াদের মধ্যে তিনিও ছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লিগ বেসবল তারকা অক্টাভিও ডোটেলও ছিলেন।
ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদেরের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজ রয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনিও মারা যান।