গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সাংবাদিক মো. সিদ্দিকুর রহমানকে মোবাইলে এ হুমকি দেন তিনি। হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সাংবাদিক মো. সিদ্দিকুর রহমানকে মোবাইলে এ হুমকি দেন তিনি। হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ‘সাংবাদিকরা সমাজেন দর্পণ। তাদের পেশাগত কাজে কেউ বাধা বা হুমকি দিতে পারবে না। যুবদল সেটা সমর্থন করে না। এমন ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক।’
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। অডিও ক্লিপটি শুনেছি। আমরা কল লিস্ট চেক করে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’