ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গত ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর। সেই ম্যাচে আলো ছড়ালেও দলকে জেতাতে পারেননি শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডার। বাংলাদেশের দায়িত্ব শেষে এরই মধ্যে ইংল্যান্ড ফিরে গেছেন তিনি। আর ফিরেই দারুণ ঝলকে দলকে এনে দিলেন জয়।
ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে হামজার শেফিল্ড। ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখান হামজা। ম্যাচের শেষদিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালি দিয়ে তার প্রতিদানও দিয়েছেন শেফিল্ডের দর্শকরা।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য দেখায় শেফিল্ড। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। দুর্দান্ত এক ফ্রি-কিক গোল আদায় করেন গাস হ্যামার। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় টাইরেসে ক্যাম্পবেলের গোলে। এই গোলে অবদান আছে হামজারও।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও ৬২ মিনিটে ব্যবধান ৩-০ হয় রিয়ান ব্রেওয়েস্টারের গোলে। যোগ করা সময়ে একটি গোল শোধ করে ব্যবধান কমান ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রির জ্যাক রুদোনি।
ম্যাচে কোনো গোল না পলেও মুগ্ধতা ছড়িয়েছেন হামজা। আক্রমণের তাল ঠিক করে দেওয়া ও বল নিজেদের অর্ধে চলে এলে রক্ষণে হামজার ক্ষিপ্রতা ছিল দেখার মতো। যদিও বক্সের বাইরে থেকে নেওয়া একটি শটে গোল হলেও হতে পারত। ম্যাচে দারুণ ব্লক করেছেন তিনি। ফাইনাল থার্ডে দিয়েছেন ৩টি পাস।
গতকাল রাতের এই জয়ের পর শেফিল্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথটা আরও উজ্জ্বল হলো। চ্যাম্পিয়নশিপে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে তারা। আগামী ৫ এপ্রিল শনিবার পরের ম্যাচে অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবেন হামজারা।