সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ও কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এক ব্যক্তি ও তার সহযোগীরা বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট আদালতের নির্দেশে অবরুদ্ধ করেছে সিআইডি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে জানান, এসব অ্যাকাউন্টে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় প্রতারিত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি।