সোমবার, ০৪:৪৮ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৫, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সময়ের কণ্ঠধ্বনি এর সম্পাদক ও প্রকাশক লায়ন দিদার সরদারের শুভেচ্ছা মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করলেন তারেক রহমান চাঁদ দেখা গেছে, ঈদ আগামীকাল ৪৫ কর্মীর ৩ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রেখেই খুলল ভোরের কাগজের প্রধান কার্যালয় গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এতিমখানা ও মাদ্রাসা ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ, ইফতার মাহফিলও দোয়া মোনাজাত অনুষ্ঠিত মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২ ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া বাংলাদেশেও ‘বড় মাত্রার’ ভূমিকম্পের শঙ্কা, ফায়ার সার্ভিসের সতর্কতা বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহে কাটবে ঈদ ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলের হামলায় হামাসের মুখপাত্র নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে হামাসের আল-আকসা টেলিভিশন এ খবর জানিয়েছে। ইসরায়েল ছিটমহলটিতে ফের হামলা শুরু করার পর এবার হামাসের আরেক শীর্ষস্থানীয় নেতা নিহত হলেন।

খবরে বলা হয়, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আর এতেই তিনি নিহত হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ৬ জন এবং খান ইউনিসে ১ জন নিহত হয়েছেন।

এর আগে চলতি সপ্তাহের প্রথমদিকে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।

হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও বারহুম উভয়েই হামাসের ২০ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তর’ এর সদস্য ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় নির্বিচার হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত এ পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য, প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত সপ্তাহ থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলার মধ্য দিয়ে ইসরায়েলের গাজায় বন্দি থাকা বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ বৃদ্ধির চেষ্টা করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ১৮ মার্চ থেকে গাজায় ফের বড় ধরনের হামলা শুরু করার পর থেকে নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য দায়ী করেছে। জানুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য সাময়িক স্বস্তি নিয়ে এসেছিল। প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com