পেশাদার ক্যারিয়ারে খুনে ব্যাটিং করে কম বোলারদের ঘুম হারাম করেননি এবিডি ভিলিয়ার্স। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে ও ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেও ব্যাট হাতে যে তিনি এখনো ভয়ংকর সেটি বোঝালেন আরও একবার।
গতকাল রবিবার লিজেন্ডসদের টি-টোয়েন্টি লিগে বিধ্বংসী এক ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার। সেই ইনিংসে চারের মার ছিল না একটিও। ২৮ বলে ১০১ রান করার পথে ছক্কাই হাঁকান ১৫টি। ডট দেন মাত্র দুই বল। ৯৫ রানের পর ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করেন তিনি। মাঠের চারদিকে খেলার অপূর্ব দক্ষতার জন্য মিস্টার ৩৬০ ডিগ্রি নামে পরিচিত ডি ভিলিয়ার্সের ইনিংসের স্ট্রাইকরেটও হয় ৩৬০।
ডি’ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তোলে তার দল টাইটানস লেজেন্ডস। ওভারপ্রতি ১৩.৯ হারে রান করে তার দল। জবাবে ১৪ ওভারে বুলস লিজেন্ডসের রান দাঁড়ায় ৮ উইকেটে ১২৫ রান। তবে এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি ডি ভিলিয়ার্সেরই। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এবার প্রদর্শনী ম্যাচ হলেও আন্তর্জাতিক রেকর্ডকে পেছনে ফেললেন এই বিধ্বংসী ব্যাটার। তার এমন খুনে ব্যাটিংয়ে অভিভূত তার ভক্তরা।