পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। দপ্তর বদল করা হয়েছে সিআইডি প্রধানসহ তিন অতিরিক্ত আইজিপির। এছাড়া বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি বিতর্কিত কর্মকাÐের অভিযোগে ৪ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করেছে সরকার। ওই ৪ জেলায় দেওয়া হয়েছে নতুন পুলিশ সুপার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই বদলির আদেশে সিআইডি প্রধান মোঃ মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, পুলিশ একাডেমী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়াকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এবং এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।
প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে যশোরের পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ এবং নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে।
ওই চার জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে- ডিএমপির আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী জেলার পুলিশ সুপার, ডিএমপির রওনক জাহানকে যশোরের পুলিশ সুপার, আরএমপির মোহাম্মদ সাইফ উদ্দিন শাহিনকে কক্সবাজার জেলার পুলিশ সুপার এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিমকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে পুলিশ একাডেমি সারদা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আশরাফুজ্জামানকে রংপুর পিটিসি, সিআইডির ডিআইজি হারুনুর রশিদ হাযারীকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, এবং পুলিশ একাডেমি সারদার ডিআইজি রখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিিতে বদলি করা হয়েছে।