ইতিহাস গড়লেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা শন বেকার।এক সিনেমার জন্য চলচ্চিত্রর সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কারের চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তিনি। তার আগে এমন ইতিহাস কেউ গড়তে পারেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সেরা গল্প, পরিচালক, এডিটিং ও প্রযোজনায় পুরস্কার জিতে নিয়েছে অ্যানেরা সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করা মাইকি ম্যাডিসনও জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
এর আগে ১৯৫৪ সালে ওয়াল্ট ডিজনি চারটি পুরস্কার পেয়েছিলেন। তবে সেটা ছিল চারটি আলাদা সিনেমার জন্য। সর্বশেষ ২০২০ সালে কোরীয় সিনেমা প্যারাসাইট চারটি অস্কার জিতেছিল, তবে পরিচালক বং জুন হো জিতেছিলেন তিনটি।