ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে কখনো জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।এ সময় মানুষ হিসেবে তারা নির্ভুল নন বলেও জানান তিনি।
আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব।’
তিনি লেখেন, ‘আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না।’
হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, ‘যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং ‘‘যদি’’, ‘‘কিন্তু’’, ‘‘অথবা’’ ব্যাতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।’
এর আগে সংসদে কে যাবে সেটি নির্ধারণ বাংলাদেশের জনগণ করবে, ভারত নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা গত ৫ আগস্টে আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।’