শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

বইমেলায় শিরোনামহীনের সব গান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬ বার পঠিত

দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি শিরোনামহীন। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর তারা শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘পাখি’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ অসংখ্য জনপ্রিয় গান। ২৯তম বছরে এসে ব্যান্ডটি ভক্ত-অনুরাগীদের জন্য বইমেলায় প্রকাশ করল তাদের বই ‘গীতিকবিতা সমগ্র’।

গতিধারা থেকে প্রকাশিত হওয়া ‘গীতিকবিতা সমগ্র’ বইটিতে আছে শিরোনামহীনের গাওয়া সব গান। অফিসিয়াল ফেসবুক পেজে বই প্রকাশের ঘোষণা দিয়ে ব্যান্ডটি লিখেছে, ‘গত ২৯ বছর ধরে তোমরা শিরোনামহীনের গান শুনছো- কখনো অ্যালবামে, কখনো ডিজিটাল মাধ্যমে। আমাদের গানের কথার সঙ্গে অনেকেই নিজেদের আবেগ ও জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো জড়িয়ে ফেলেছেন। কেমন হয়, যদি আমাদের মুক্তিপ্রাপ্ত ও অপ্রকাশিত সব গানের কথা, এমনকি অষ্টম অ্যালবাম “বাতিঘর”র গানগুলোও একটি বইয়ের মাঝে পাওয়া যায়? এখন সেটাই সম্ভব!’

পোস্টে আরও জানানো হয়, শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলার গতিধারা প্রকাশনীর স্টলে (প্যাভিলিয়ন ১৭)।

শিরোনামহীনের ব্যান্ডের দলনেতা ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান বলেন, ‘এর আগে শিরোনামহীনের জন্য লেখা আমার ৩০টির মতো গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল। কিন্তু এবারের প্রকাশিত শিরোনামহীন “গীতিকবিতা সমগ্র” কিন্তু আলাদা জিনিস। এখানে আমার লেখাসহ যারা এখন পর্যন্ত “শিরোনামহীন”র জন্য লিখেছেন, সবার লিরিক থাকবে বইটিতে। বলা দরকার, শিরোনামহীনের সব গান নিয়েই গতিধারার এই বই।’

এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীন প্রকাশ করেছে তাদের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের কথায় গানটির সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিস্মি এবং শিশু শিল্পী মান বাহাদুর। আর গানটির দৃশ্যধারণ করা হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com