কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
তার ম্যানেজার মোঃ রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদের নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ পড়ে বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান- সিসিটিভি ক্যামেরায় এটা দেখা যায়।
ম্যানেজার রাকিব বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ পড়ার পর কোন রকম নড়াচড়া করেনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে যায়।
তারা সুরত রিপোর্ট তৈরি মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।’
ওসি বলেন, ‘পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই দিক সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।