“মানুষ মানুষের জন্য” শ্লোগানকে ধারন করে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদীতে হিউম্যান ফর হিউমিনিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠনের উদ্যোগে উপজেলার মদিনাতুল উলুম নুবানী কওমী মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম ও এলাকার গরিব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বই-খাতা, কলম ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সহ-সভাপতি ও মৌরী ক্লিনিকের ব্যাবস্থাপনা পরিচালক মো. মাহমুদ হোসেন ( মুহিদ শরীফ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই-খাতা, কলম ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার
oplus_0
আব্দুল জলিল, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক ডাঃ সমীর কুমার চাকলাদার, দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মোঃ জাহাঙ্গীর, বে-সরকারি সংস্থা বিডিএস এর সাবেক এরিয়া ম্যানেজার এস,এম মেহেদী হাসান মনির, গৌরনদী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওসার হোসেন।
গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক লায়ন এস,এম জুলফিকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নাঠে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ শাহীন, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান, মাওলানা মোঃ সালাউদ্দিন, জুলিয়েট হালদার, শিপু দাস প্রমুখ।
oplus_0
উল্লেখ্য, এ আন্তর্জাতিক মানবিক সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক হলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও হংকং প্রবাসী সাংবাদিক লায়ন দিদার সরদার। তিনি সময়ের কন্ঠধ্বনি– নামের একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তার প্রতিষ্ঠিত এ আন্তর্জাতিক সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষ শিশু শিক্ষার্থীদের সহয়তা প্রদানসহ সামাজিক কর্মকান্ডে অবদান রেখে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে।