দেশের তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার ১ জানুয়ারী ২০২৬ সকালে বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি অধ্যাপক মোঃ আলিমুজ্জামান, স্কুল শাখার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও আলী আজম খান পলাশ, সাংবাদিক মানবাধিকার কর্মী আবদুছ ছালেক মামুন,সাংবাদিক বি এম বেল্লাল প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন। দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম।
এ জাতীয় আরো খবর..