বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বরিশাল–১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন। গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে জহির উদ্দিন স্বপন ভোটারদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সুখ–দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকে কেন্দ্র করে রত্নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটে। সাধারণ মানুষের উপস্থিতি ও আন্তরিক সাড়া জনসমর্থনের শক্ত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। অনেক ভোটার ধানের শীষ প্রতীকের প্রতি তাদের আস্থা ও সমর্থনের কথা প্রকাশ করেন।
এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র ভরসা। একটি ন্যায়ের ভিত্তিতে গড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন।” তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্থানীয়দের মতে, এ গণসংযোগ আগৈলঝাড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ইতিবাচক বার্তা বহন করবে।
এ জাতীয় আরো খবর..