বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল বুধবার (২৮ জানুয়ারি) রাত প্রায় ১১:৩০ মিনিটে গৌরনদী বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করেছে।
অভিযানে তার কাছ থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা-কুয়াকাটা রুটে মাদক পাচারে জড়িত ছিল। তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য গৌরনদী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”