সোমবার, ০৭:৩০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১অনুষ্ঠান অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭২ বার পঠিত
গত বৃহস্পতিবার সকালে ঢাকার ওসমানী মিলনায়তন শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দেশের শিল্প উন্নয়নে অবদান রাখার জন্য বেশ কয়েকটি  প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য বাংলাদেশ শিল্প উন্নয়নে অসামান্য অবদান রাখায় ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে সম্মাননা ট্রফি ও সম্মাননাপত্র প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী মাননীয় এমপি শীল্প মন্ত্রণালয় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ।
শিল্প মন্ত্রণালয় সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি ও শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ, এফবিসিসিআই সভাপতি মাহাবুবুল আলম এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ অনুষ্ঠানে ডীপলেট ল্যাবরেটরিজ লিঃ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, পরিচালক প্রশাসন ও মানব ব্যবস্থাপনা শাহেনা রহমান, পরিচালক টেশনিক্যাল আব্দুল লতিফ, পরিচালক অপারেশন আশিকুর রহমান পুলোক। রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ পুরস্কার এর সম্মাননা পাওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডীপলেট ল্যাবরেটরিজ লিমিটেড প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব হাবিবুর রহমান। সেই সাথে ডীপলেট ল্যাবরেটরিজ লিমিটেডে প্রতিষ্ঠানের কর্মরত সকল পর্যায়ের ডীপলেট পরিবারের সদস্যকে ও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com