আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার :
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যা ভুলুকে ফুলেল শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সহ সভাপতি মনির আলম চৌধুরী।
বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সামাজিক ব্যাক্তিত্ব মনির আলম চৌধুরীকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যা ভুলুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল বিকেলে বরকত উল্যা ভুলুর বাসভবনে এটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হুমায়ুন কবির চৌধুরী।
জিরতলী ইউপি চেয়ারম্যান শামসুল আলম লাভলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন তরুণ। জেলা স্চ্ছোসেবক দল সহ সভাপতি আলা উদ্দিন, জীরতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মিন্টু প্রমুখ।
বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্যা ভুলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নিশি রাতের ভোট ডাকাত অবৈধ ক্ষমতা দখলকারী হাসিনা সরকার দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। ১৪ ও ১৮ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন করে ক্ষমতা জবর দখলের পাঁয়তারা করছে তারা। দলের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।