সোমবার, ১১:২৩ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দলে সাকিব, একাদশে আসছে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৪৬ বার পঠিত

কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ডের। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হারায় এই উভয়েই থাকবে প্রথম জয়ের খুঁজে। এই ম্যাচ দিয়ে দলে ফিরছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপের পর এই ম্যাচে ফের টস করতে নামবেন সাকিব। মাঝে হঠাৎ অনুষ্ঠিত হওয়া আরব আমিরাত সিরিজ মিস করেছেন এই অলরাউন্ডার। খেলতে গিয়েছিলেন সিপিএলে। সেখান থেকে চেষ্টা করেও আসতে পারেননি নিউজিল্যান্ডে। ভিসা জটিলতায় আটকে থেকে অবশেষে ৬ তারিখ বিকেলে যুক্ত হন দলের সাথে। তবে ভ্রমণ ক্লান্তি দূর না হওয়ায় প্রথম ছিলেন না তিনি। তার বদলে পাকিস্তানের বিপক্ষে অধিনাকত্ব করেন সহ. অধিনায়ক নুরুল হাসান সোহান।

সোহানের হাত থেকে সাকিব অধিনায়কত্ব বুঝে পাওয়ায় পরিবর্তন আসতে চলেছে একাদশে। বাদ পড়তে যাচ্ছেন স্পিনার নাসুম আহমেদ। গুঞ্জন আছে সাব্বিরকে নিয়েও, তার বদলে দলে আসতে পারেন সৌম্য সরকার।

আহামরি কিছু করেননি সৌম্য। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বাদ পড়েছেন ঘরোয়া ক্রিকেটের একাদশ থেকেও। এ দলে সুযোগ পেয়েও কিছু করতে পারেননি। কিন্তু তবুও ব্যর্থতা ডাকতে তার শরণাপন্ন হতে পারে বিসিবি। যদিও শান্ত রয়েছে মূল দলে। লিটন দাসও ফিরে আসতে পারেন ওপেনিংয়ে।

‘বিশ্রাম’ নাম দিয়ে বসিয়ে দেয়া হতে পারে মুস্তাফিজকেও। ব্যর্থতার শেষ সীমানায় পৌঁছে গেছেন এই বোলার। দেশের বাইরে তিনি বরাবরই সর্বনাশে। মিথ্যে বলিনি, পরিসংখ্যান বলছে বিদেশের মাটিতে শেষ ১৫ ম্যাচে ৪৫ ওভার বল করে রান দিয়েছেন ৪২৭। ইকোনমি ১০ ছুঁই ছুঁই। নিয়েছেন মাত্র ৯ উইকেট। এক উইকেট পেতে খরচ করেছেন ৪৮ রান। ফলে অটো চয়েজের জায়গা হারিয়েছেন, এবার হারাতে পারেন দলও।

সব মিলিয়ে আজকের খেলায় একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। হ-য-ব-র-ল অবস্থা থেকে মুক্ত হওয়ার শেষ চেষ্টা এইটাই হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com