দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে বরিশালের উজিরপুর শিকারপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা।
মেজর জলিল সমাজকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ নয়ন মৃধার মহতী উদ্যোগে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী সকাল থেকে বিকেল পর্যন্ত দুইটি ভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে স্থানীয় শত শত নারী-পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ ভিড় করেন।
দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমটি দুটি সেশনে পরিচালিত হয়। ক্যাম্পের প্রথম সেশনটি শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে পূর্ব জয়শ্রী গ্রামের মরহুম হাসান মৃধার বাড়িতে এবং দুপুর ১২টা পর্যন্ত তা চলমান ছিল।
এরপর বিরতি দিয়ে দ্বিতীয় সেশনটি দুপুর ১২:৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত শিকারপুর বন্দরস্থ মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনভর এই দুই স্থানে চিকিৎসা নিতে আসা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাস্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজ-এর উপাধ্যক্ষ মোঃ আনিচুর রহমান, ধামুরা ডিগ্রী কলেজ-এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোশারেফ হোসেন, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল খালেক, বরিশাল জেলার সাস্কৃতিক বিভাগের পরিচালক হাফেজ সাইফুল ইসলাম এবং মারকাজুল কারিম শামেলা মাজেদ কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেন প্রমুখ।
স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকা মানুষের জন্য মেজর জলিল সমাজকল্যাণ পরিষদের এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এমন মানবিক আয়োজনের জন্য এলাকাবাসী উদ্যোক্তা সমাজসেবক আলহাজ্ব মোঃ নয়ন মৃধাকে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..