গৌরনদী প্রতিনিধি
বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী।
সময় তিনি বলেন, আমরা লক্ষ্য করছি বিএনপি জামাতসহ অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনৈতিক তৎপরতা চালালে গৌরনদীতে কর্মরত সাংবাদিক ভাইরা যেভাবে সংবাদ গুলো গণমাধ্যমে তুলে ধরেন, সে তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদগুলো অতটা প্রাধান্য পায় না। সাংবাদিক ভাইয়েরা ইচ্ছাকৃত ভাবে হোক আর অনিচ্ছাকৃত ভাবে হোক। যে কারণেই হোক না কেন এখানে মনে হয় কিছুটা বৈষম্য তৈরি করেছেন। আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই আমাদের দলকেও সমান গুরুত্ব দিয়ে সাংবাদিক ভাইয়েরা সংবাদ পরিবেশন করুক। এ কারণে আজ আমরা আপনাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছি। আশা করছি এরপর থেকে আর আমরা অবহেলার শিকার হব না।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা সদরের একটি অভিজাত রেস্তোরায় ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাসেল সরদার মেহেদী এতে সভাপতিত্ব করেন।
এক পর্যায়ে হাত পাখা মার্কার প্রার্থী সাংবাদিকদের নানামুখী প্রশ্নের জবাব দেন।
এ সময় দলটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোস্তফা কামাল, উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ সাব্বির হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় এ সময় গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেল সমূহের স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ##