রবিবার, ০৫:২১ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫, ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

মহেশখালীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোফায়েল আহমদ (৩৩) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনদের বরাতে তিনি জানান, শনিবার গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যা ঘোনা এলাকায় একটি মৎস্য ঘেরে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্য মালামালে লুটপাট চালায়। পরে চলে যাওয়ার সময় তোফাইল আহমদকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ‍

এদিকে আজ ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর শুনে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পথেই তার মৃত্যু হয় বলে জানান।

ওসি মঞ্জুরুল হক বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে খুনের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com