ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত ৬ সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর: আল জাজিরা
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বারবার প্রাণহানির খবর পাওয়ার পর তারা সেনাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় অভিযানের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল।