বুধবার, ০৭:১৮ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৫, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হাসিনা-কামাল-কাদের-শামীম-আইভীর নামে আরও এক হত্যা মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১ বার পঠিত

কোটা আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এ ছাড়া এ মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

গত বছরের ২০ জুলাই গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল মিয়ার (২০) মা রুনা বেগম বাদী হয়ে চলতি বছরের ১৬ মে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০২৪ এর সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে সারা বাংলাদেশে চলা ছাত্র-জনতার আন্দোলনে তার ছেলেও যোগ দেয়। সেই মামলার ১ থেকে ৬নং আসামিদের নির্দেশে এজাহারে উল্লেখিত অন্য আসামিরাসহ ১০০/১৫০ জন অজ্ঞাত আসামিদের হাতে থাকা দা, ছেনি, লাঠি-সোটা, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ও ইট পাটকেল দিয়ে গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতার ওপর হামলা করে।

এ সময় তার ছেলে সজল মিয়া পেটে গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে দেশের পরিস্থিতি বেগতিক দেখে ময়নাতদন্ত না করে তার ছেলের মৃতদেহ দ্রুত গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করেন তিনি।

মামলায় আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডা. সেলিনা হায়াৎ আইভীদের প্ররোচনায় এবং শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানদেরউপস্থিতিতে ও তাদের নির্দেশে অপরাপর আসামিরা ছাত্র-জনতাকে মারধরসহ গুলি করে হত্যা করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com