মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সবুজ গং কর্তৃক হত্যার উদ্দেশ্যে উপজেলার ত্যাগী ও পরীক্ষিত যুবদল নেতা মো. ফারুক সরদারের উপর অতর্কিতে হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মহিলাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ।
গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী, আহত যুবদল নেতার স্বজন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জানা গেছে, মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত গৌরনদী উপজেলা বিএনপি’র নেতা মো, সবুজ শিকদার ও তার সহযোগী যুবলীগ ক্যাডার মো. হৃদয় সরদার, রাসেল গোমস্তা, আরমানসহ ১০/১২ জন মিলে চাঁদার দাবিতে
সোমবার সকালে মহিলাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাক আটক করে। বালু ব্যবসায়ী ও বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা রাসেল হাওলাদার, সরিকল ইউনিয়ন যুবদল নেতা সুজন মুন্সী, নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা রাসেল খোন্দকারের সহযোগী হয়ে এ ঘটনার প্রতিবাদ করেন গৌরনদী উপজেলা যুবদল নেতা মো. ফারুক সরদার, মহিলারা ইউনিয়ন যুবদল নেতা কাইয়ুম হাওলাদার।
এতে ক্ষিপ্ত হয়ে সবুজ শিকদার ও হৃদয় সরদার, সবুজ গোমস্তা ও আরমান এবং তাদের ১০/১২ জন সহযোগী মিলে ওইদিন সকাল ১১ টার দিকে প্রতিবাদকারী ওই যুবদল নেতাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা বালু ব্যবসায়ী যুবদল নেতা রাসেল খোন্দকার, ফারুক সরদার ও কাইয়ুম হাওলাদারকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে।
তাদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত যুবদল নেতা ফারুক সরদার মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার বেলা ১১ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের মহিলাড়া বাসস্টান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টি অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সজল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মো. শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানি,
যুবদল নেতা মো. সোহাগ মোল্লা,
বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুমিন মৃধা, মো. হাফিজুর রহমান,
বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন প্রমূখ।