বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ কিন্তু কোন ব্যক্তির নাম না, ফ্যাসিবাদ একটি মানষিক রোগের নাম। সেই রোগে পতিত সরকার আক্রান্ত হয়ে পলাতক হলেও সেই রোগে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারে।
শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সকলের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যেবোধ না থাকলে কিন্তু সবাই মিলে এক সাথে পথ চলা যায়না। কোন ভিন্নমত, কোন ভিন্ন চিন্তা মানেই যে একটা শত্রæতা, এটা কিন্তু গণতান্ত্রিক মূল্যেবোধ হবেনা। প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের চীফ রিপোর্টার খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, প্রবাসী বিএনপি নেতা বদরে আলম সহ অন্যান্যরা। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিরা অংশগ্রহন করেন।
এ জাতীয় আরো খবর..