ফর্ম হারানো দলকে পথে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায়ই জিম্বাবুয়ের দারস্থ হয়। এবারও তেমন। তবে সূচি আগেই নির্ধারিত ছিল। এপ্রিল মাসের শুরুর দিকে অর্থাৎ ঈদের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে সফর করবে জিম্বাবুয়ে।
আফ্রিকার দেশটি দুই ভেন্যুতে খেলবে দুটি টেস্ট। আইসিসির ফিউচার ট্যুর প্লানিং অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও, সেই সিরিজটি দুই টেস্টে পরিবর্তিত হয়েছে। সাদা পোশাকের লড়াই বসতে পারে ঢাকার বাইরে। চট্টগ্রাম ও সিলেটে খেলা হওয়ার কথা।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সফর শুরু হবে সিলেটে। প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল থেকে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল।
চার বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে টাইগারদের বিপক্ষে লড়েছিল দলটি। সেই সফরের একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। ২০২১ সালে হারারেতেও ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা শান্তদের সামনে আবারও জিম্বাবুয়ে। এই সিরিজের পর পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে শান্ত ব্রিগেড।