পতিত আওয়ামী সরকারের শাসনামলের আইনমন্ত্রী ও কসবা-আখাউড়ার সাবেক সাংসদ আনিসুল হক। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর পালাতে গিয়ে আটক হয়ে কারাগারে আছেন তিনি। সরকারের দাপুটে মন্ত্রী আনিসুল হকের আটকের প্রায় ৬ মাস পর তার মুক্তি চেয়ে আখাউড়ায় পোস্টার সাঁটানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতের আঁধারে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও স্থল বন্দর এলাকায় বিভিন্ন দোকানের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়। শনিবার সকালে লোকজন বাজারে এসে আইনমন্ত্রীর মুক্তির পোস্টার দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরজমিনে গিয়ে কিছু পোস্টার দেখতে পায়। কিছু পোস্টার কে বা কারা ছিঁড়ে ফেলে।
ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন বলেন আওয়ামী লীগের দোসররা বিনা ভোটের আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার লাগিয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কে এগুলো লাগিয়েছে। আওয়ামী লীগের দোসরদের শক্ত জবাব দেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূইয়া বলেন বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমরাও খবর নিচ্ছি।
জানতে চাইলে আখাউড়া থানার ওসি মোঃ ছমি উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। পুলিশ কাজ করছে।