স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুতবিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
হামলার সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানালেও ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দেরিতে পৌঁছায় অভিযোগ তুলে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানান। এ ছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে খুনি ও ফ্যাসিবাদীদের দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান বক্তারা। তাদের দাবি, ফ্যাসিস্টদের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করতে হবে। ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
সমাবেশে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে। পরে দুপুরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, গাজীপুর মহানগরের গাছা থানা ইউনিটের সদস্য মাস্টার আনিসুর রহমান, কালিয়াকৈর ইউনিটের সদস্য সুমন বারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফ প্রমুখ।