দিনাজপুরের বিরামপুরে একসাথে জন্ম নেয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামের শিশুর মধ্যে পদ্মার মৃত্যুর একদিনের মাথায় মারা গেছে সেতু। তবে সুস্থ আছে স্বপ্ন নামের অপর শিশুটি।
শিশুদের বাবা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জন্মের ছয়দিন পর গত শনিবার পদ্মা নামের শিশুটি মারা যায়। এর একদিন পর রোববার রাতে সেতু নামের শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে রইলো শুধুই স্বপ্ন।
জানা গেছে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিটি হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিনা বেগম। তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।