নানা শ্রেনী পেশার মানুষের মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে সোমবার (৯ডিসেম্বর) বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানসহ নানা শ্রেনী-পেশার মানুষজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করে। এর পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে দুনীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার, এসএম জুলফিকার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, গৌরনদী উপজেলা রিপোর্টূার্র্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান প্রমুখ।