নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রনে রাখতে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের গৌরনদী উপজেলার ৫টি স্পটে ন্যায্যমূল্যের ৫টি বাজার বসানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ্ খান ওইদিন সকাল সাড়ে ৯টায় গৌরনদী বন্দর সংলগ্ন বালুর মাঠে বসানো বাজারটিতে পণ্য বিক্রয়ের কার্যক্রম শুরু করে দেয়ার মধ্যদিয়ে একযোগে ৫টি বাজারের শুভ উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাজিব হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
জানাগেছে, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ্ খানের তত্বাবধানে উপজেলা টাস্কফোর্স কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বাজারগুলো পরিচালনার দায়িত্ব পালন করছেন।
উপজেলার ঐতিহ্যবাহী গৌরনদী বন্দর সংলগ্ন বালুর মাঠ, টরকী বন্দর, মাহিলাড়া বাজার, বাটাজোর বাজার ও সরিকল বন্দরে নিত্যপন্যের ন্যয্য মূল্যের এ বাজার ৫টি বসানো হয়েছে।
এ বাজারে অলু প্রতি কেজী ৬৩ টাকা, পেয়াজ দেশী প্রতি কেজী ১১৭ টাকা ও ইন্ডিয়ান পেয়াজ প্রতিকেজী ১০৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় কৃষকের উৎপাদিত শাক-সবজি কৃষক নিজে নিয়ে এসে এ বাজারে বিক্রি করছে। ফলে ক্রেতারা বেশ সস্তায় টাটকা শাক-সবজি কিরতে পারছে।
উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ মোর্শেদ হাসান ও মোঃ ফখরুল আবেদিন তানভীর বলেন, নিত্য পন্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে আমাদের এ উদ্যোগ। যতদিন বাজার মূল্য নিয়ন্ত্রনে না আসবে ততদিন আমাদের এ কার্যক্রম চলবে।